ডাবের পানিরও রয়েছে কয়েকটি ক্ষতিকর দিক

ডাবের পানির উপকারিতার কথা প্রায় সকলেই জানে। পেট গরমের মোক্ষম ওষুধ ডাবের পানি

এটা নিয়মিত খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞরা আবার ত্বক ভাল রাখার জন্যেও ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। তবে এসব তো গেল এর ভাল দিকগুলো। কিন্তু যেদিকটার কথা অনেকেরই জানা নেই, তা হল এই ডাবের পানিরও কিছু ক্ষতিকর দিক রয়েছে।

সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, বেশি পরিমাণে ডাবের পানি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর মধ্যে প্রচুর সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনিতেই যাদের রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশি, ডাবের পানি থেকে তাদের দূরে থাকাই ভাল।

রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ডাবের পানি

ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও কার্বোহাইড্রেট ও ক্যালরি অধিক মাত্রায় থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত নয়। বিশেষত ডায়াবেটিস থাকলে ডাবের পানি এড়িয়ে যাওয়াই উচিত।

যারা ওজন কমাতে চান, ডাবের পানি তাদের না খাওয়াই ভাল। কারণ ডাবের পানি শরীরে ক্যালরির মাত্রা বাড়ায়। অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকে। তবুও ডাবের পানি পান করলে নিমেষে বেড়ে যায় ক্যালরি।