ডিকশনারিতে নতুন শব্দ, উচ্চারণ করতে পারবেন কি?

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে প্রতিনিয়ত নতুন শব্দ সংযোজন ও বিয়োজন করা হয়। সম্প্রতি অভিধানটিতে নতুন কিছু শব্দ যোগ করা হয়েছে। এ শব্দগুলোর মধ্যে রয়েছে জিজিভা (zyzzyva)। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য পেনিনসুলা কাতার।

নতুন শব্দটির মধ্যে জিজিভা (zyzzyva) উচ্চারণ করতে বেশ বেগ পেতে হবে বহু মানুষেরই। কারণ এর উচ্চারণ হবে অনেকটা জিহ-জিহ-ভাহ (zih-zih-vah).

অর্থ কি এ শব্দটির? ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে বসেছেন। এ সময় আপনার প্লেটে রয়েছে মজাদার খাবার, যার মধ্যে রয়েছে চানা ডাল ও অন্যান্য উপকরণ। এখানে আপনার আশা করা উচিত যে, zyzzyva যেন খাদ্যতালিকায় না থাকে। কারণ এটি একধরনের পোকা।

মূলত দক্ষিণ আমেরিকান একটি পোকার এ নামটি অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেয়েছে। এটি ছাড়াও সম্প্রতি ছয় শতাধিক শব্দ যোগ করা হয়েছে অভিধানটিতে।