ডিমলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে বৃক্ষরোপন কর্মসুচী পালিত

হামিদা আক্তার , নীলফামারী : আপনার শিশুকে স্কুলে পাঠান। সবার জন্য মানসম্মত শিক্ষা। শিক্ষার জন্য এসো, সেবার জন্য যাও। উন্নয়নের বাতিঘর-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিভিন্ন শ্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলার প্রাথামিক বিদ্যালয়গুলিতে প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ সারা দেশের ন্যায় উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়। শিক্ষা অধিদপ্তরের প্রেরিত চিঠি অনুযায়ী ২৩ তারিখ রোববার ১২ টা হতে ১ টা পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচী চালু রাখা হয়। উপজেলার ডিমলা দক্ষিণ তিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝেল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রুপাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রত্যেকেই একটি করে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করেন স্ব-স্ব বিদ্যালয়ের ক্যাম্পাাসে। ঝেল্লাপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক মো: শামসুল হক বলেন, আমরা সারা দেশের ৪ লাখ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ একযোগে একই সময়ে একই দিনে প্রত্যেকেই একটি করে গাছ রোপন করেছি। ডিমলা দক্ষিন তিতপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক শেফালী বেগম বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে প্রত্যেকেই এসব গাছ ক্রয় করে রোপন করেছি। তবে এসব গাছ রক্ষা করতে হবে। প্রয়োজনে ঘিরে দিয়ে গাছগুলি রক্ষা করা হবে। রুপাহারা সপ্রাবি প্রধান শিক্ষক তমিজ উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়ের প্রাচীরের ভিতরে অনেক ধরনের গাছ রয়েছে। আরো কিছু গাছ লাগানো হলো। গাছই তো আমাদের প্রাণ। বাচাঁয় জীবন। এই গাছ রোপন করে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পেলাম। উল্লেখ্য, এক যোগে এ বৃক্ষরোপন কর্মসূচীতে প্রায় দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সহ¯্রাধিক গাছ রোপন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রকাশ,বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল করিম । উপজেলার ২ শত ১৬ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচীতে বৃক্ষরোপন করা হয়। এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী শিক্ষা অফিসার একে এম সাজ্জাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার যোগেনদ্রনাথ সেন, কাজল চন্দ্র রায়, উচ্চমান সহকারী অফিস হিসাব রক্ষক শাহ্ মোহাম্মদ সাইদুর রহমান,হিসাব সহকারী মোঃ হায়দার আলী, বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মহিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিক বৃন্দরা। উপজেলা শিক্ষা অফিসার রবিউল করিম বলেন, শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি’র নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে এ কর্মসূচী পালন করা হয়।