ঢাকা আসছেন ট্রাম্পের সহকারী লিসা কার্টিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস ৩০ জুলাই দু’দিনের সফরে ঢাকায় আসছেন।

বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য এই প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কোনও কর্মকর্তা বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা লিসা কার্টিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ অন্যান্যদের সঙ্গে দেখা করবেন।

লিসা কার্টিসের সফরের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করেন।

সূত্র জানায়, পরিচিতমূলক সফর হলেও সামনের দিনগুলোতে দু’দেশের সম্পর্কের মাত্রা নির্ধারণের ক্ষেত্রে লিসার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে দেশটির প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে।

ট্রাম্প প্রশাসনে যোগদানের আগে লিসা কার্টিস হেরিটেজ ফাউন্ডেশনে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ২০০৬ সালে যোগ দেন। এর আগে তিনি ১৬ বছর যুক্তরাষ্ট্র প্রশাসনে দক্ষিণ এশিয়া বিষয়ে কাজ করেছেন। তিনি সিএনএন, ফক্স নিউজ চ্যানেল, বিবিসিসহ বিভিন্ন টিভি চ্যানেলে পরিচিত মুখ।