ঢাকা ডায়নামাইটস দলে যোগ দিতে পারেন সুনীল নারিন!

ইতোমধ্যে বেশ ঘটা করে শোনা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহন নিয়ে দেখা দিতে পারে সংশয়। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ রয়েছে পাকিস্তানের। এছাড়া অন্য খেলোয়াড়দের অনুমতি নাও দিতে পারে দেশাটি ক্রিকেট বোর্ড।

যখন এমন কানাঘুষা; ঠিক তখনই শোনা গেল, বিপিএলে ঢাকা ডায়নামাইটসে সাকিবের দলের হয়ে খেলবেন খাইবার এজেন্সির ভয়ংকর ফাস্ট বোলার শাহিন শাহ। পাকিস্তানে তিনি খাইবার এজেন্সিতে খেলেন। খুব শিগগিরই জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে। দল গোছানোর জন্য হাতে যথেষ্ট সময় পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু বসে নেই গেল আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ঢাকা ডায়নামাইটসে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৭ বছর বয়সী শাহিন ছাড়াও আরো বেশ কয়েকজন দেশি-বিদেশি খেলোয়াড় অংশ নেবে ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে। তাদের মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার সুনীল নারিনও ঢাকা ডায়নামাইটসে যোগ দিতে পারে বলে জানা গেছে।