তাপদাহ: চুলায় নয় রাস্তার পিচে ডিমভাজি (ভিডিও)

মেঘ-সূর্যের খেলা চলছে বেশ কিছুদিন হলেই। গত বৃহস্পতি ও শুক্রবারের তাপদাহের কথা সবাই মনে আছে নিশ্চয়ই। সারা দিনের সূর্যের তাপে অতিষ্ঠ যখন সবাই তখন বিকেলে ঢাকাবাসীকে মেঘ-সূর্যের লুকোচুরি কিছুটা স্বস্তি দিয়েছিলো। কিন্তু, প্রতিবেশি ভারতে এর চিত্র ছিলো এতটাই ভয়াবহ যে তাপদহে ছয়জনের মৃত্যু হয়েছে। পিচ ঢালা রাস্তায় উত্তপ এতটাই ছিলো যে মিনিট খানিকের মধ্যেই ডিম ভাজি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার (১৯ মে) উড়িষ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিকর্ড করা হয়। ফলে লোকজন বাড়ি থেকে বের হওয়ার সময় বিভিন্ন উপায়ে তাদের মাথা ঢাকার চেষ্টা করেছে। রাজ্যের তিতালগড় জেলায় দেখা যায় কিছু লোক রাস্তার তাপে ডিম ভেজেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন লোক মাথায় কাপড় বেঁধে কইড়য়ে তেল ঢলে কোন প্রকার ধাতম বস্তু ছাড়াই, পিচঢালা রাস্তায় রেখে মাত্র মিনিটি খানিকের মধ্যেই ডিমভাজে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন