তিন মাতালের কান্ড, খুলে দিল বাঁধ, ভাসলো দেশ!

মানুষের মদ্যপানের ইতিহাস বহু পুরনো। মদ্যপ অবস্থায় মানুষ অনেক ভুলই করে। কিন্তু ভিয়েতনামের তিনজন যুবক যা করলেন তা বোধহয় আরেকটি নতুন ইতিহাস হয়েই থাকবে।

তিন মাতালের কাণ্ডে বন্যায় ভেসে গেল ভিয়েতনাম। মদ খেয়ে মাতাল হয়ে তারা তিনজন মিলে খুলে দেয় পানি নিয়ন্ত্রণের বাধের গেট। এতে বন্যায় ভেসে যায় ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা।

মালয়েশীয় গণমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং জনগণের কয়েক লাখ টাকার শস্য নষ্ট হয়েছ। ইতিমধ্যে ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে ফ্লাডগেট খুলে দেয় তিনজন। তুমুল স্রোতে বেরিয়ে আসে ২০ লাখ কিউবিক মিটার পানি, যা অলিম্পিক গেমসে ৮০০টি সুইমিং পুলে যত পানি ধরে তার সমান। এতে ভিয়েতনামের বিস্তীর্ণ অংশজুড়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যায় ভেসে যায় ২০ হেক্টর শস্যক্ষেত। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।

শুধু তাই নয়, পানি সংরক্ষণাগারের গেট খুলে দেয়ায় সব পানি বেরিয়ে যাওয়ার ফলে দেশটিতে দেখা দিয়েছে পানি সংকট। এদিকে ওই তিন মদ্যপের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না- তা নিয়ে ভেবে দেখছে পুলিশ।