ত্রাণ দিয়ে ভোটের কথা বললেন এরশাদ

বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার সকাল ১১দিকে নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ডিগ্রি কলেজে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহবান জানান।

জাতীয় পার্টির অবস্থা অতীতের চেয়ে অনেক ভালো উল্লেখ করে এরশাদ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনে এককভাবে নির্বাচন করবে।’

এজন্য দলকে সংগঠিত করা হচ্ছে বলে মন্তব্য করেন সাবেক এই একনায়ক।

এসময় নীলফামারী-০৪ আসনে জাপা দলীয় সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনটি ইউনিয়নের এক হাজার বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, আলু ও শাড়ী-লুঙ্গি বিতরণ করেন এরশাদ।