দক্ষিণ-পূর্ব এশিয়ার আইএস প্রধান নিহত

ইসলামিক স্টেট (অাইএস) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ইসনিলন হাপিলন জঙ্গি অধিকৃত ফিলিপাইন শহরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসীর অন্যতম ছিলেন ইসনিলন হাপিলন। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরাক এবং সিরিয়াতে পরাজয়ের পর দক্ষিণ-পূর্ব এশিয়াতে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন হাপিলন।

পররাষ্ট্র সচিব ডেলফিন লরেঞ্জানা সাংবাদিকদের জানান, আমাদের সেনারা ইসনিলন হাপিলন এবং উমার মাউতিকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল। তাদের দু’জনকেই হত্যা করা হয়েছে।

হাপিলনের তথ্য দেয়ার জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। দক্ষিণ ফিলিপাইনভিত্তিক আবু সাইয়াফ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করা হচ্ছিল ৫১ বছর বয়সী হাপিলনকে। আবু সাইয়াফকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

সূত্র : এএফপি