দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে সিটিফুড সিস্টেম বিষয়ক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে সিটি ফুড সিস্টেম বিষয়ক শিখন কর্মসূচি ও ফারমার্স হাব সবজি নার্সারি পরিদর্শন করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার বোর্ড হাট রানী পুকুর চত্বরে নিউট্রেশন সিটি ইকোসিস্টেম ও সিনজানটার আয়োজনে দেশের মানুষের কাছে নিরাপদ ও কীটনাশক মুক্ত খাদ্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সিটি ফুড সিস্টেম বিষয়ক শিখন কর্মসূচি ও মাঠ পর্যাযয়ে সবজি বাগান পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এস এফ এস এ বাংলাদেশ ফিল্ড কো-অরডিনেটর মোঃ নাসির উদ্দিন, ই এস ডি ও প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী, প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল্লাহিল বারী, এস এফ এস এ বাংলাদেশ ইয়াং প্রফেশনাল নিউট্রিশনিস্ট গায়েত্রী সরকার, ইয়ং প্রফেশনাল এগ্রই কলেজস্ট্রিকেল ফুড প্রোডাকশন মোঃ আবু হানিফা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।