দুর্গাপুরে আমন বীজের সংকট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: দুর্গাপুরে পৌরসভাসহ ৭ইউনিয়নে গত আগষ্ট মাসের বন্যার পর নতুন বন্যা দেখা দেয়ায় রোপা আমন ধানের চারা সংকট দেখা দিয়েছে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, ২দিনে বন্যার পানি নামার সঙ্গে-সঙ্গে নষ্ট হওয়া রোপা আমন ধানের জমিতে নতুন করে ধান বপন শুরু করলেও চারা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকগন। গোপালপুর গ্রামের আদিবাসী রুকিনি হাজং বলেন, ‘‘মলা তগে রিলিফ না চায়, জুমি লাগিবো চারা কুবায় পায়’’। নতুন করে ধানের আবাদে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সকলেই ধান ক্ষেতে কাজ করছেন। গত বন্যায় এলাকার নিম্নাঞ্চলে ৭ইউনিয়নের প্রায় ৩০ হাজার হেক্টর জমির বিভিন্ন জাতের ধান ও বীজতলা ডুবে নষ্ট হয়ে যায়। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর ফসল নষ্ট হওয়া জমিতে নতুন করে ধান লাগাতে গিয়ে চরম চারা বীজ সংকটে পড়েছেন কৃষকগন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুক বলেন, কৃষক বিভিন্ন এলাকা থেকে রোপা আমন ধানের চারা বীজ সংগ্রহ করছেন। এছাড়া চারা বীজ সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তীব্র সংকটে সম্ভব হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।