দুর্গাপুরে বিরল প্রজাতির পাখি আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর মাছ বাজার এলাকায় বিরল প্রজাতির দুটি পাখি আটকের খবর পাওয়া গেছে। পাখি আটকের খবর শুনে একনজর দেখার জন্য হুমরি খেয়ে পড়ছে এলাকার মানুষ।

শুক্রবার সকালে মাছ বাজার এলাকার পান দোকানদার রশীদ মিয়া বলেন, পাখি দুটি একটি খাঁচায় ভরে ভবানীপুর এলাকার এক পাহাড়ি আদিবাসী এক গাড়ো বিক্রি করতে আনলে সকলের সামনে আমি ৮শ টাকা দিয়ে কিনে রেখেছি।

স্থানীয় প্রবীণ মানুষগন বলছেন, পাখিগুলো দেখতে টিয়া হুবহু পাখির মতো মনে হলেও আসলে তা নয়। নাম বলাতো দুরের কথা আমরা এ ধরনের পাখি কোন দিন দেখিনি।

বন্য প্রানী নিধন বা আটকে রাখা অপরাধ শুনে রশীদ মিয়া বলেন, শুক্র ও শনিবার তো সরকারী সব অফিস বন্ধ, আমি কয়েকজনকে সাথে নিয়ে কালকের মধ্যেই পাখি দুটিকে পাহাড়ে ছেড়ে দিয়ে আসবো। বন্যেরা বনে সুন্দর পাখিরা মায়ের কোলে এ যেন সত্যিতেই রুপান্তরিত হলো।