দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মোরা

আগ্রাসীভাব নিয়ে বাংলাদেশ উপকূল আঘাত হানলেও ক্রমশই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মোরা। মঙ্গলবার ভোর ৬টায় কক্সবাজারে আঘাত হানার পর চট্টগ্রামের দিকে অগ্রসর হয়ে বেশ তাণ্ডব চালায়। তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

দুপুর সাড়ে ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ‍ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে এখন চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় অবস্থান করছে।

মোরার প্রভাবে এখনো ১২ ঘণ্টা বাংলাদেশে থাকবে। এর পর আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি।

তবে, দুপুর ১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক কর্মকর্তা জানিয়েছেন কক্সবাজারের কুতুবদীয় এলাকায় অবস্থান করছে করছে। তবে এটা খুবই দুর্বল হয়ে পড়েছে।