দেড় ঘণ্টার চেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১১ আগষ্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পর পরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে।