দোহাজারীর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের অর্থায়নে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ

মায়ানমার সরকার ও সেনাবাহিনীর জাতিগত নিধন পরিকল্পনার অংশ হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অসহনীয় নির্যাতন, নিপীড়ন, হত্যা-ধর্ষণ লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ফলে নিজ জন্মভূমি মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার বন্ধু হিসেবে বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের সহায়তায় সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন সংস্থা ও ধনাঢ্য ব্যক্তিরা যে যার মত করে রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে। এরই অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহর, ঐতিহাসিক ও প্রাচীণতম জনপদ দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে সংকটাপন্ন অসহায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধদের সহায়তায় নিজেদের স্বামর্থ্যানুযায়ী সাহায্যের হাত প্রসারিত করে ৩ টন ত্রাণসামগ্রী প্রদানের মত মহৎ উদ্যোগ নিয়ে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপণ করেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার উখিয়া কুতুপালং এলাকার একটি ক্যাম্পে অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ উপদেষ্টা চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, সাধারণ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী ভুট্টো, লিয়াকত আলী, মোঃ হারুন, তসলিম রিজভী, মোঃ আমির হোসেন, আবু তাহের সওদাগর, ওবাইদুল আকবর টুটুল, আব্দুল খালেক, মোঃ মশিউর রহমান রাশেদ প্রমুখ।