নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০

নাইজেরিয়ার মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের একটি তেল অনুসন্ধানকারী দলের উপর জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন; যাদের মধ্যে বেশ ক’জন সেনাসদস্য রয়েছেন।

যে দলটির উপর এই হামলা চালানো হয়েছে সেটি সেনাবাহিনীর সদস্যদের প্রহরায় কাজ করছিল। মঙ্গলবার এই হামলা চালানো হলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

আল-জাজিরার খবরে ৫০ জন নিহত হওয়ার কথা বলা হলেও বিবিসি বাংলা বলছে, নিহত হয়েছেন ৪০ জন। আর বুধবার নাইজেরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে মাত্র ১০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল।

মাইডুগুরি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে মূল অনুসন্ধানকারী দলের পাঁচ জন রয়েছেন। বাকিরা সেনাসদস্য ও স্বেচ্ছাসেবক।

এখনও দলের অনেকেই নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।

২০০৯ সালে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর থেকে চলমান সংঘাতে সেখানে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।

গেল কয়েকবছর ধরে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সেনা তৎপরতা চালিয়ে আসছে নাইজেরিয়া সরকার। বিবিসি।