নায়করাজের জানাজায় শাকিব খান

নিকট অতীতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কারো জানাজা পড়তে দেখা যায়নি। অভিযোগ রয়েছে, এফডিসিতে থেকেও শেষ শ্রদ্ধা জানাননি এ নায়ক। এর জন্য তাকে বহু সমালোচনা শুনতে হয়েছে।

এবারই প্রথম তিনি জানাজায় অংশ নিলেন। নায়করাজ রাজ্জাকের জানাজায় একদম প্রথম সারিতে দেখা গেছে শাকিবকে।
শাকিব খানকে জানাজা শেষে সাংবাদিকরা ঘিরে ধরলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, তিনি শহীদ মিনারেও শ্রদ্ধা জানাতে যাবেন।

সোমবার নায়করাজের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে হাজির হন শাকিব খান।

এর আগে শিল্পী সমিতির দুই মেয়াদে সভাপতি থাকাকালে শাকিব কারো জানাজায় অংশ নেননি। তখন তার পক্ষ থেকে মিশা সওদাগর ও অমিত হাসান অংশ নিতেন।

সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সকালে এফডিসিতে কিংবদন্তি এ নায়কের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে শহীদ মিনারে সর্বস্থরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত হবেন রাজ্জাক।