নিজেকে পেশাদার ‘মিথ্যাবাদী’ বললেন শাহরুখ!

২৫ বছর আগে ‘দিওয়ানা’ ছবিটি জন্ম দিয়েছিল এক নতুন তারকার। ছটফটে, প্রাণবন্ত এক হিরোর। বাকিটা শুধুই সাফল্য। যা এখনও চলছে। এখনও তিনি বলিউডের বাদশা হিসেবে পরিচিত। এমন একজন অভিনেতার বলিউডে ২৫ বছর কাটানোর পর প্রতিক্রিয়া হল, ‘আমি পেশাদার মিথ্যাবাদী!’

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ জীবনের প্রথম হিট ছবি নিয়ে যা বললেন, তা বেশ মজার। কিং খানের কথায়, “আমি ‘দিওয়ানা’ দেখিনি। এমনকী আমি ছবিটি দেখতেও চাই না। ইগো থেকে বলছি না, কিন্তু এখন আমি সব নতুন মুভি দেখতে চাই। ‘দিওয়ানা’ হিট করার পর প্রথম প্রতিক্রিয়াটি পেয়েছিলাম রাকেশ আঙ্কলের (রাকেশ রোশন) কাছ থেকে। উনি বলেছিলেন, ‘তুমি একদিন অনেক বড় তারকা হবে। ‘ আমি হেসে বলেছিলাম, ‘তাই নাকি?’

সাক্ষাতকারে কিং খানের স্মৃতিতে উঠে আসে সালমানের বাবা সেলিম খানের কথাও। শাহরুখ বলেন, “একদিন সালমানের বাড়ির পাশ দিয়ে হাঁটছি। ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন হ্যান্ডসাম সেলিম খান। আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বললেন, ‘তোমার ফিল্ম তো দারুণ চলছে! তুমি শ্রীঘ্রই বড় তারকা হয়ে যাচ্ছ!’

পেশাদার অভিনেতা হিসেবে নিজেকে কীভাবে বিশ্লেষণ করবেন? শাহরুখ বললেন, “আমি একজন অভিনেতা, আমি যা মনে করি, তাই করি। আমি একজন পেশাদার মিথ্যাবাদী। আমি মনে করি, মিথ্যে কথা না বললে, আমি অভিনেতা হতে পারতাম না। ”

সূত্র: বলিউড হাঙ্গামা