নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শুক্রবার ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নাহিদ মোল্যার ঘনিষ্টজন ঠাণ্ডু মোল্যা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে গুলি করে সন্ত্রাসীরা। তাৎক্ষণি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ মোল্যা রাতে গাজীরহাট বাজার সংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে সন্ত্রাসীদের ছোড়া গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়।

নাহিদ মোল্যা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বছর খানে আগে আওয়ামী লীগে যোগদান করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, চেয়ারম্যান নাহিদ মোল্যার বাড়িটি খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায় হওয়ায় সেখানে দিঘলিয়া থানা পুলিশ অবস্থান করছেন।

এদিকে নাহিদ মোল্যা খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুলনা ও নড়াইল জেলার সীমান্তবর্তী গাজীরহাট বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।