‘নির্বাচন সুষ্ঠু হলে তাদের গদি ছেড়ে বঙ্গোপসাগরে যেতে হবে’

সুষ্ঠু অবাধ নির্বাচন করতে আওয়ামী লীগকে আবারো আলোচনায় বসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনায় বসলে ছাড় দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর সেই নির্বাচন সুষ্ঠু হলেই তাদের গদি ছেড়ে বঙ্গোপসাগর যেতে হবে।

এ জন্যই তারা বসতে রাজী হচ্ছেনা।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি যেমন নির্বাচন বর্জন করেছিলেন, ঠিক তেমনি আগামী দিনের নির্বাচন হলে ভোট রক্ষা করতে ঝাঁপিয়ে পড়তে হবে।

সরকার বলে উন্নয়নের রোল মডেল, এটা উন্নয়নের নয়-হত্যা, গুম, নির্যাতন, নিপীড়নের রোল মডেল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের বিপক্ষে চলে গেছে। জনগণের বিরুদ্ধে যে যাবে সে কোন দিনই টিকে থাকতে পারবে না। বর্তমান নির্বাচন সরকার নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেন বিএনপির এই মহাসচিব।

তিনি রবিবার বেলা ১২টায় ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ছাত্রগণ সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।