নীল হয়ে যাচ্ছে মুম্বাইয়ের নেড়ি কুকুর

অদ্ভূতভাবে ভারতের নাবি মুম্বাই তালোজা শিল্প এলাকার নেড়ি কুকুরগুলোর রঙ বদলে উজ্জ্বল নীলাভ হয়ে যাচ্ছে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিলেও কারণ জানেন না স্থানীয়রা। তবে পরিবেশবিদরা বলছেন, শিল্প এলাকার বর্জ্যে স্থানীয় নদীগুলো দূষণের ফলেই এমনটি ঘটছে।

স্থানীয় সূত্র জানায়, তালোজা শিল্প এলাকার সব বর্জ্য ঠাঁই পায় স্থানীয় কাসাদি নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি, ওই পানিতে নামা কুকুরের রঙ বদলে নীল বর্ণ ধারণ করছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু নেড়ি কুকুরের ছবি ছাড়া হয়েছে। ওই ছবি ফেসবুকে শেয়ার করা অ্যানিমেল প্রটেকশন সেলের কর্ণধার আরতি চৌহান নামে এক ভারতীয় বলেন, এমনকি এলাকার পাখিগুলোর রঙও নীল হয়ে যাচ্ছে। স্থানীয় শিল্প কারখানাগুলোর বর্জ্য কীভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি দেওয়া উচিত।

ওই অঞ্চলে প্রায় এক হাজার ফার্মাসিউটিক্যাল, ফুড আর ইঞ্জিনিয়ারিং কারখানা রয়েছে। এসব কারখানায় বর্জ্যে নদী ও পরিবেশ দূষণ নিয়ে এরইমধ্যে মহারাষ্ট্র পলিউশন কন্ট্রোল বোর্ডে (এমপিসিবি)অভিযোগ করেছে অ্যানিমেল প্রটেকশন সেল।

পরিবেশবিদদের দাবি, দূষিত নদী মানুষের স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। ইতোমধ্যে ৩০০টি কারখানার বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে চলছে গবেষণা।

এদিকে, কুকুর ও পাখির এভাবে রঙ বদলে যাওয়া ও পরিবেশ দূষণ দিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।