নেদারল্যান্ডসকে ছাড়াই বিশ্বকাপ, টিকিট পেল পর্তুগাল-ফ্রান্স

নেদারল্যান্ডসকে ছাড়াই অনুষ্ঠিত হবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। অন্যদিকে সব শঙ্কা দূর করে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। একই সঙ্গে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আরেক হট ফেভারিট ফ্রান্সের।

মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের বাছাইপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপের ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ২০১০ সালের রানার্সআপ ও ২০১৪ সালের তৃতীয় স্থান অর্জনকারী ডাচরা।

সুইসদের বিপক্ষে হারলেই প্লে-অফে- এমন সমীকরণ নিয়েই ঘরের মাঠে খেলতে নামে পর্তুগাল। তবে খেলার ৪১তম মিনিটে এগিয়ে যান পর্তুগিজরা। সুইসদের জালে বল জড়ান ইয়োহান দোউরো। বিরতির পর আন্দ্রে সিলভার গোলে দারুণ জয় দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা।

অন্যদিকে হেরে গেলেও অবশ্য বিশ্বকাপের স্বপ্ন টিকে রয়েছে সুইজারল্যান্ডের। এ জন্য তাদের দুই লেগের প্লে-অফের বাধা পেরোতে হবে।

এদিকে সুইডেনকে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপের টিকিট পেল না ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস।

সুইডেনকে ৭ গোলের ব্যবধানে হারাতে পারলে প্লে-অফে জায়গা পেত অ্যারিয়েন রোবেনের দল। তবে ২-০ ব্যবধানের জয় পাওয়ায় সুইডেনের সমান ১৯ পয়েন্ট হওয়া সত্ত্বেও প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় নেদারল্যান্ডস।

ফলে অরেঞ্জদের ম্যাজিক এবারের বিশ্বকাপে আর দেখা যাবে না। তাদের ছাড়াই এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।