নোয়াখালীতে সাংবাদিক জাহানকে রাস্ডো’র সম্মাননা

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশের শীর্ষ ও সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও চ্যানেল নাইনের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানকে নিয়মিত সক্রিয়ভাবে সংবাদ কর্মী হিসেবে কাজ করায় সম্মাননা প্রদান করেছে রাস্ডো সংস্থা। রোববার (০২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা মিলনায়তনে মানবাধিকার বাস্তবায়ন ও সমাজ উন্নয়ন সংস্থা’র (রাস্ডো) উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ ও সম্মাননা প্রদান অনষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহানের হাতে দেশসেরার অনলাইনে কাজ করার স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরআগে, সংস্থার নির্বাহী পরিচালক ও সাংবাদিক এস এস ফারুক হোসেনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও সম্মাননা প্রদান অনষ্ঠানের উদ্বোধন করেন, রাস্ডো’র প্রধান উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হোসেন জসিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। কবিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব এমাম হোসেন আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান, দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসিম প্রমুখ। অনুষ্ঠানে সমাজে অসহায় মানুষের কল্যাণে নিবেদিত সাংবাদিক, ডাক্তার, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান সহ ২৫ জনকে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে দরিদ্র ও মেধাবী প্রায় ৬শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ২ হাজার ৪শ খাতা ও কলম বিতরণ করা হয়।