নোয়াখালী হাতিয়ায় সী-ট্রাকসহ সকল নৌযান চলাচল বন্ধ

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : টানা ভারীবর্ষণ, বৈরী আবহাওয়া ও তিন নম্বর সর্তকতা সংকেত চলার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যানঘাট-নলচিরা দুই রুটের দুটি সী-ট্রাক সহ সকল চলাচল বন্ধ রয়েছে। বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে জানান, নোয়াখালী-হাতিয়ায় রুটের মানুষের জানমাল রক্ষায় বুধবার থেকে ওই দুই রুটে সকল নৌযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, নোয়াখালীর মূল ভূ-খ- থেকে যাত্রীদের যাতায়তের জন্য বিআইডব্লিউটিসি এর চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুটি সী-ট্রাক রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ৩০০ জন করে। প্রতিদিন দুইবার ঘাট থেকে ছেড়ে যায় সী-ট্রাক দুটি। কিন্তু বৈরী আবহাওয়া ও উপকূলে তিন নম্বর সর্তকতা সংকেত চলার কারণে সকাল থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কিন্তু এর মধ্যেও অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার ও স্পীডবোট দিয়ে। যাতে যাত্রীদের প্রাণহানীর আশংকা রয়েছে। সী-ট্রাক শহীদ আবদুর রব সেরনিয়াবাদ এর মাস্টার অফিসার আবু তাহের জানান, বৈরী আবহাওয়া ও তিন নম্বর সর্তকতা সংকেত চলার কারণে কর্তৃপক্ষের নির্দেশে সী-ট্রাক বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশে না পাওয়া পর্যন্ত সী-ট্রাক চলাচল বন্ধ থাকবে।