নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলী ২ দিনের রিমান্ডে

ঘুষের ৫ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আদালত শাখার উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ঘুষের ৫ লাখ টাকাসহ ফখরুল ইসলামকে আটক করে দুর্নীতি দমন কমিশনের একটি দল।

নৌ পরিবহন দফতরে (বিআইডব্লিউটিআই) ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছিলেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বেলা ২টার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।

পরে এ ঘটনায় ফখরুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।