প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় আদালতে আত্মসমর্পণ ইমরানের

মানহানির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

ভাস্কর্য নিয়ে ‘অপরাজনীতির’ একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে এ মানহানির মামলাটি করা হয়।

মামলার অপর আসামি হলেন- ইমরান এইচ সরকারের সহযোগী সনাতন উল্লাহ। তিনিও আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

এরপর মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

মামলার সূত্র থেকে জানা যায়, গত ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে ‘অপরাজনীতির’ প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ ছাড়া সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকর স্লোগান দেন আসামিরা। এতে তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়।