প্রভাবশালীদের ছত্রছায়ায় পাহাড় উজার করে বসতি

সিলেটে বসবাসের আড়ালে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে সমতল করে ফেলছে নিম্ন আয়ের মানুষ। এর ফলে জীবনের ঝুঁকি যেমন বাড়ছে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বদলে যাচ্ছে ভূ-প্রকৃতি।

অবশ্য পাহাড়-টিলা কেটে সমতল করতে পারলেই জমির দাম যেমন বেড়ে যায় কয়েকগুণ, তেমনি দখলদারিত্বও নিশ্চিত হয়। সুযোগ সৃষ্টি হয় জমির সব রকমের ব্যবহারের। এ কারণেই প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি ও বেসরকারি টিলা দখল করে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন করা হচ্ছে।

এছাড়া বসবাসবারী নিম্ন আয়ের মানুষকে দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে কেটে বানানো হচ্ছে সমতলভূমি। এতে পাহাড়-টিলা ধসে প্রাণহানীর আশঙ্কার মধ্যে বাধ্য হয়েই বসবাস করছে তারা।

তাই পাহাড়-টিলায় ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করতে প্রশাসনের কঠোর উদ্যোগ আশা করেন পরিবেশকর্মীরা।

পরিবেশকর্মীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে পাহাড়-টিলা রক্ষায় নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে শতাধিক দুর্গম পাহাড়-টিলা কেটে দশ হাজারের বেশি এমন কাঁচা-আধাপাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে চ্যানেল আইয়ের একটি ভিডিও রিপোর্ট দেখুন