প্রযুক্তি আইনের ৫৭ ধারা সাংবাদিকতার বিরুদ্ধে নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা ডিজিটাল জগতের নিরাপত্তা বিধানে সার্বজনীন ধারা, সাংবাদিকতার বিরুদ্ধে কোনো ধারা নয়।

বুধবার রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনলাইন সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এলে তিনি এই কথা বলেন।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় সোসাইটির সভাপতি মো: মাসুদ পারভেজ ও সাধারণ সাম্পাদক মো: মাহমুদুন্নবী জ্যোসিহ নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল গণমাধ্যম হিসেবে অনলাইন সংবাদ পোর্টালগুলোকে যেমন বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। আর সদ্যপ্রণীত অনলাইন নীতিমালা ডিজিটাল গণমাধ্যমকে সুরক্ষা দেবে।

অনলাইন সাংবাদিক সোসাইটির সভাপতি মো: মাসুদ পারভেজ বলেন, নিবন্ধিত সোসাইটি হিসেবে তারা অনলাইন গণমাধ্যম সম্পর্কিত বিষয়ে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।