প্রশ্নপত্র ফাঁস: অগ্রণী ব্যাংকের বিকেলের পরীক্ষা স্থগিত

প্রশ্ন ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকের বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো।

শুক্রবার দুপুরে এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন: প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিকেল শিফটের পরীক্ষা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজ এই পরীক্ষা আজকে আর হচ্ছে না।

তবে এই পরীক্ষা কবে নেয়া হবে বা সকালের পরীক্ষা বাতিল হবে কি না এসব বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, সকালের পরীক্ষাসহ পরীক্ষার সামগ্রিক বিষয়ের সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে সকালে ফাঁস হওয়া প্রশ্নপত্রে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার পর পরীক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ধাপে বিকেলেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো।