বঙ্গবন্ধুর জন্ম না হলে এরশাদ রাষ্ট্রপতি হতেন না : বাবলু

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হতেন না। এমন কি আমি এমপিও হতে পারতাম না। ’

রবিবার চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট(টিআইসি)’তে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যেগে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে ) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর জওহর লাল হাজারী, সাবেক কাউন্সিলর বিজয় কৃষাণ চৌধুরী, কেন্দ্রীয় জাপা নেতা শামসুল আলন মাস্টার, মহানগর আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া, যুবনেতা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

আয়োজক সংসঠন সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলু শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর মত দেশপ্রেম ও আদর্শনিষ্ট চরিত্রধারনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উপযুক্ত মানস গঠনে চট্টগ্রামের মুসলিম হল -টিআইসি ও ডিসি হিল সাংস্কৃতিক বলয়ের জন্য ৩০০ কোটি টাকায় প্রকল্প কাজ শুরু হচ্ছে বলেও জানান।