বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বাকৃবিতে আলোচনা সভা

নুরজাহান স্মৃতি, বাকৃবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় বাকৃবির ছাত্রীদের আবাসিক শেখ ফজিলাতুন্নেছা হলে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর, উপ-উপাচার্য ড.মো. জসিমউদ্দিন খান, প্রক্টর ড.মো. আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি , বাকৃবি ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সাধারণ সম্পদকসহ অন্যান্য আবাসিক হলের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বঙ্গমাতার জীবনী, তাঁর অসীম ধের্য্য, সাহসিকতা এবং বঙ্গবন্ধুর জীবনে তাঁর অপরিহার্য সহযোগিতার কথা তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা একজন মহিয়সী নারী ছিলেন । বঙ্গবন্ধুর অনন্য রাজনৈতিক জীবনে তিনি সবসময় প্রেরণা দিয়ে গেছেন। আমাদের প্রত্যেকের তাঁর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।