বন্যার্তদের পাশে অপু বিশ্বাস

‘দেশের অসংখ্য মানুষ আজ বিপন্ন। বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বড় অংশ। বাড়ি–ঘর ছেড়ে অনেকেই এখন আছেন আশ্রয় কেন্দ্রে। কেউ আবার নিজের বাড়িতেই কোনো রকমে টিকে আছেন। তাদের সবার কাছে নেই প্রয়োজনীয় খাবার। সঙ্গে নেই কাপড়। নেই প্রয়োজনীয় অর্থ। চারিদিকে পানি আর পানি, কিন্তু এ সময় খাবারের জন্য নেই এতটুকু পানি পাওয়া যায় না! বিশুদ্ধ পানির সংকট বেড়েই চলেছে। আসুন আজ আমরা দেশের এই অসহায় আর দুর্গত মানুষদের পাশে দাঁড়াই। আমি এসেছি, আপনিও আসুন।’ এভাবেই দেশের সবার প্রতি এবং তার দর্শক ও ভক্তদের কাছে আহ্বান জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে যখন তার সঙ্গে কথা হলো, তখন তিনি বন্যা দুর্গত মানুষ আর তাদের বর্তমান অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। বললেন, ‘সরকার তো করবেই। কিন্তু এটা অনেক বড় দুর্যোগ! এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

জানালেন, তিনি বিভিন্ন উপায়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তবে এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। অন্যদের সঙ্গে কাজটি করছেন তিনি। প্রচারের জন্য নয়, দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এগিয়ে এসেছেন।