বন্যার কারণে পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ ব্যাহত

বন্যা পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। আজ বুধবারও একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

কারণ রেল লাইন ও জাতীয় সড়ক পানি নিচে তলিয়ে গেছে। রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় পাশ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যাহত হচ্ছে।

বন্যার পানির কারণে যেসব ট্রেন আজ বুধবার বাতিল হয়েছে সেগুলো হলো- ‘১২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল’, ‘১২০৪২ হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস’, ‘১২৩৪৬ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস’, ‘১২৩৭৮ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস’ ও ‘১৩০২১ ডাউন হাওড়া-রাক্সৌল মিথিলা এক্সপ্রেস’।

শুধু ট্রেনই নয়, বন্যার কারণে পশ্চিমবঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। ট্রেন ও বাসে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় শিয়ালদহ স্টেশনে আটকে পড়েছেন বহু মানুষ। সূত্র : কলকাতা টুয়েন্টিফোর