বন্যার জন্য ইঁদুরকে দায়ী করলেন বিহারের পানিসম্পদ মন্ত্রী!

বিহারে সমস্যা হলে দায় এড়ানো খুব সহজ। ইঁদুরের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেই আপনার কাজ শেষ।

কয়েক মাস আগে নোীদূাী এই রাজ্যে মদ চুরির জন্য ইঁদুরকে কাঠগড়ায় তোলা হয়েছিল। বিহারের সাম্প্রতিক বন্যার জন্য এবার সেই ইঁদুরের দিকেই আঙুল তুললেন বিহারের এক মন্ত্রী।

বিহারের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী রাজীব রঞ্জন সিং এমন আজব সাফাই দিয়েছেন। বিহার ভেসে যাওয়ার জন্য তিনি ইঁদুরের দোষই দেখছেন। এক্ষেত্রে তার যুক্তি, যাঁরা বাঁধের ওপর বসবাস করেন তাদের উচ্ছিষ্ট খাবারের লোভে ইঁদুরেরা জড়ো হয়। খাবার খেতে এসে বাঁধের মাটি সাবাড় করে দেয় ইঁদুররা। তার ফলে বিভিন্ন জেলা ভেসে যাচ্ছে।

মন্ত্রীর দাবি, ইঁদুরই যে কাজটি করেছে তা বুঝতে তিনি নিশ্চিত। কারণ ওই সমস্ত এলাকা তিনি নিজে ঘুরে দেখেছেন। তবে ইঁদুরে কাটা ক্ষতিগ্রস্ত বাঁধ ৭২ ঘণ্টার মধ্যে মেরামতি করার কথা জানিয়েছেন রাজীব রঞ্জন। মন্ত্রীর সুরে সুর মিলিয়ে ওই দপ্তরের সচিবও বলছেন ইঁদুরের জন্য এতসব কাণ্ড ঘটেছে।