বাংলাদেশি ভিসায় রুট বাধা তুলে নিল ভারত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পেতে রুটের ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নিয়েছে ভারত। ফলে খুব সহজেই ভারতে যাতায়াত করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

এছাড়া রুটের ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নেয়ায় বাংলাদেশিরা নির্ধারিত রুট ছাড়াও যেকোনো রুট (সড়কপথ ও আকাশপথ) ব্যবহার করে ভারতে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে। এতে নির্ধারিত রুট ছাড়াও ভারতে যাতায়াতে দেশটির ২৪টি বিমানবন্দর ও সমন্বিত দুটি চেকপোস্ট ব্যবহার করতে পারবেন।

এরআগে বাংলাদেশিরা শুধু ভিসায় উল্লেখিত রুট দিয়ে যাতায়াত করতে পারতেন।

এসব আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হলো, আহমেদাবাদ, আমৌসি (লখনো), অমৃতসর, বাগদোগরা, ব্যাঙ্গালোর, কালিকট, চন্দ্রীগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি,হায়দরাবাদ, জয়পুর, কলকতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবান্দ্রুম ও বারাণসী। এছাড়া সম্বনিত চেকপোস্ট দুটি হলো বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে।

গত জুনের শুরুতে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরও সহজ করতে ভিসা ও রুট ইস্যুতে বিধি-নিষেধ সহজের কথা জানানো হয় ভারতীয় হাইকমিশনের ফেসবুকে পেজে।