বাঘের মৃত্যু বাড়ছে ভারতে

ভারতে বাঘের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। কিন্তু বিষয়টি গোপন রাখছে সরকার। বাঘের মৃত্যুর বিষয়ে তথ্য গোপনের অভিযোগে ভারত সরকারকে দুষছেন বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের কর্মীরা। খবর বিবিসির।

তাদের অভিযোগ, বিশ্বের ৬০ শতাংশ বাঘের বসবাসের দেশ ভারতে আশঙ্কাজনক হারে বাঘের মৃত্যু হচ্ছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থার হিসাব মতে চলতি বছরেই ৬৭টি বাঘের মৃত্যু হয়েছে।

মৃত বাঘগুলোর মধ্যে বেশ কয়েকটি কিছু অসাধু মানুষজন শিকার করেছে। বিষয়টি নিয়ে কোনো স্বচ্ছতা না থাকারও অভিযোগ করেছেন ভারতের জাতীয় বাঘ সংস্থার সাবেক প্রধান বাস্কারান।

ভারতে বাঘের জীবন বিপন্ন হওয়ার কারণ হিসেবে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে বাঘের শরীরের বিভিন্ন অংশের চাহিদার কথা বলা হচ্ছে।

সবচেয়ে বেশি বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের কর্নাটাক রাজ্যে। সেখানে ১৪টি বাঘের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে ১৩টি বাঘ মারা গেছে।

বিষয়গুলো নিয়ে গবেষক, বাঘ সংরক্ষণ সংস্থার কর্মী এবং সরকারের মধ্যে সমন্বয়হীনতার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের কর্মীরা।