‘বাবা’র একেকটা পেঁপের দাম ৫ হাজার টাকা!

গুরমিত রাম রহিম সিং। ধর্মগুরু বলে কথা। যারা কথা বলেই কাড়ি কাড়ি টাকা আয় করেন, এটা আর এমন কি! অবিশ্বাস্য হলেও সত্য এমনই পেঁপের বিক্রেতা ছিলেন বাবা রাম রহিম।

একটা পেঁপের দাম ৫ হাজার টাকা! বেগুনের দামও কিছু কম নয়। আকার অনুযায়ী কখনো তা ১ হাজার টাকা তো কখনো ১০ হাজার। খবর: আনন্দবাজার।

এমনটা বোধহয় বাবার ডেরাতেই সম্ভব! সবজির ক্রেতাও মিলে যায় অতি সহজেই। কারণ, স্বয়ং বাবা রাম রহিমই সে সবজি বিক্রি করেছিলেন ভক্তদের কাছে। ডেরা সাচ্চা সৌদার ভক্তদের কাছে তিনি যেন স্বয়ং ঈশ্বরের অবতার!

অথচ ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জেল হয়েছে ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংহের। রয়েছে সাংবাদিককে খুন করানো, ভক্তদের খোজা করার মতো একাধিক অভিযোগ।

হরিয়ানার সিরসায় ৮০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে বাবার ডেরা। তাতে কী নেই? শপিং মল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা থেকে শুরু করে অত্যাধুনিক সব রকমের সুযোগ-সুবিধা।

পাশাপাশি রয়েছে ডেরা সাচ্চা সৌদার নিজস্ব কৃষিজমি। সেখানেই বিভিন্ন ধরনের শাক-সবজির চাষাবাদ করা হয়। ভক্তদের কাছেই তা এমন চড়া দামেই বিক্রি করতেন রাম রহিম।

এক ভক্ত জানিয়েছেন, একবার হাতেগোনা কয়েকটি মটরশুঁটি ও লঙ্কা বিক্রি হয়েছিল ১ হাজার টাকায়! আরেকবার তো দুটি টমেটো বিক্রি হয়েছিল দুই হাজার টাকায়।