‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ঘোষণা মমতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট তাঁর তৃণমূল কংগ্রেস এ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে এ ঘোষণা দেন মমতা।

মমতা বলেন, তৃণমূল সাধারণ মানুষকে শুধু ভয় পায়। নারদা-সারদার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নারদা-সারদার ভয় দেখিয়ে বিজেপিতে লোক ঢোকানোর চেষ্টা চলছে। নারদায় কেউ দোষী নয়, সম্মানহানি করতে তৃণমূলের একাধিক নেতাকে ডেকে পাঠানো হচ্ছে। বিজেপি গোরাক্ষসের দল।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতে আজ অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিজেপি আজ দুর্নীতির পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। নজর ঘোরাতে তারা দিকে দিকে দাঙ্গা বাধাচ্ছে। বিজেপির বিরুদ্ধে কথা বলতে গেলে নানাভাবে বিপদে ফেলা হচ্ছে। কিন্তু মনে রাখবেন ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যায়নি, কোনোদিন যাবেও না।

১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় ভোটার আইডেন্টিটি কার্ডের মাধ্যমে ভোটের দাবিতে তৎকালীন বামফ্রন্ট পরিচালিত সরকারের মহাকরণে বিক্ষোভ মিছিল করেন মমতা। সে মিছিলে পুলিশের গুলিতে মারা যান ১৩ জন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই প্রতিবছর কলকাতার ধর্মতলার শহীদ মিনার চত্বরে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।

সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের মাটিতে তৃণমূল আজ সরব বলে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। ভারতে নোটবন্দির নামে দুর্নীতির গোড়াপত্তন করা হয়েছে। নোট বাতিলের নামে কোটি কোটি টাকা নিয়েছে বিজেপি। দেশের অর্থনীতিতে ধস নেমেছে। এসব নিয়ে কিছু বলতে গেলেই স্ট্রিং অপারেশনের নামে চোখ রাঙানো হচ্ছে। মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে। দিল্লির বুকে আজ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও পর্যন্ত নিরাপদ নন।’

মমতা আরো বলেন, ‘বাংলার মানুষ আজ শান্তিতে রয়েছেন। এখানে কেউ দাঙ্গা লাগাতে এলে তাদের তাড়া করতে হবে। কোথাও কোনো গুজবে কান দেবেন না। সামাজিক মাধ্যম ফেসবুকে কেউ উল্টো-পাল্টা লিখলেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাবেন। বাংলার মাটিতে সম্প্রীতির ধারাকে বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।’

মমতা বলেন, ‘কয়েকটি গুন্ডা আজ দেশ চালাচ্ছে। ওদের আজ মনে রাখা উচিত, আমরা ওদের চাকর-বাকর নই। বাংলা থেকে একটা সিটও নিতে দেব না বিজেপিকে।’ তিনি বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা হলে গোটা দেশ অশান্ত হবে।

ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, ‘অন্য কাউকে ভয় দেখাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। ভারতকে কোনোভাবেই টুকরো হতে দেব না।’ তিনি সবশেষ স্লোগান তোলেন, করেঙ্গে ইয়ে মারেঙ্গে।