বিধানসভায় উপস্থিতির হার বাড়াতে দুপুরের খাবার!

মাসিক ৬৫ হাজার রুপি বেতন নিলেও ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভায় সাংসদদের উপস্থিতির হার একেবারেই কম। বিশেষ করে বিকেলের দিকে তারা থাকতেই চান না।

স্কুলে শিক্ষার্থী ধরে রাখতে দুপুরের খাবার দেয়ার চল বিশ্বের বিভিন্ন দেশেই আছে। এবার কর্ণাটক রাজ্য সরকারও একই পদক্ষেপ নিতে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, সংসদেই দুপুরের খাবারের ব্যবস্থা করা গেলে কেউ আর খাবারের অজুহাত দিয়ে চলে যেতে চাইবে না। শুধু দুপুরের খাবারই নয়, আগে যে নাস্তার ব্যবস্থা ছিল সাংসদদের জন্য সেটাও বলবৎ থাকছে।

সাংসদদের সংখ্যা একেবারেই কম থাকায় গত জুন মাসে কর্ণাটক রাজ্যের স্পিকার কেবি কোলিওয়াদকে বেশ কয়েকবার সভা স্থগিত করতে হয়। সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে সকালের পাশাপাশি বিকেলে সাক্ষর বাধ্যতামূলক করা হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। স্বাক্ষর করেই চুপচাপ বেরিয়ে পড়তেন অধিকাংশ সাংসদ। এবার দেখা যাক দুপুরের খাবার দিয়ে তাদের ধরে রাখা যায় কী না!