বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দলের নেতাকর্মীদের ঢল নেমেছে।

বুধবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছার কথা রয়েছে খালেদা জিয়ার। এ উপলক্ষে বেলা সাড়ে ৩টা থেকেই বিমানবন্দর ও এর অাশপাশ এলাকায় অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির নির্বাহী কমিটির নেতা, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভ্যর্থনা দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একধরনের আতঙ্ক থাকলেও পুলিশের আইজির বক্তব্যের কারণে অনেকটাই অাশস্ত হতে পেরেছেন তারা। তাই নির্ভয়েই দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন। কর্মীদের উজ্জীবিত করতে স্লোগান দিচ্ছেন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

ছাত্রদলের সহ-সভাপতি আবু আতিক আল হাসান মিন্টু জানান, ম্যাডামকে স্মরণকালের সেরা অভ্যর্থনা জানাতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিমানবন্দরে এসেছি। ম্যাডামকে এক পলক দেখার জন্য দলের নেতাকর্মীরা উদগ্রিব হয়ে আছেন।