বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে ইরান!

ইরান বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্রিটেনের সাথে একটি চুক্তি করেছে। ছয় শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্রিটেনের কোয়ারকাস কোম্পানির সাথে প্রায় অর্ধ বিলিয়ন ইউরোর চুক্তি করা হয়েছে।

বুধবার লন্ডনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত হামিদ বাদি নেজাত এবং ব্রিটিশ বাণিজ্য এবং জ্বালানিমন্ত্রী আলেক্স ক্রিসহোম উপস্থিত ছিলেন। আগামী দুই বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে ইরানে মধ্যাঞ্চলে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে কথা রয়েছে।

ইরানের ওপর আরোপিত পরমাণু নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই প্রথম ব্রিটেনের সাথে এমন বড় আকারের কোনো চুক্তি হলো।

বর্তমানে ৬৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন করে ইরান। সৌর বিদ্যুৎ উৎপাদনের এ সব কেন্দ্র ইয়াজদ, কেরমান, ইস্পাহান এবং হামেদানে রয়েছে। এ ছাড়া, ইরান বর্তমানে মোট ৭৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং এর বেশির ভাগই উৎপাদিত হয় জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল-গ্যাস নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে।