বিশ্বের ৮ দেশের রাষ্ট্রনায়কদের বেতন

বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রনায়কেরা কে কত বেতন পান-এ নিয়ে ইকোনমিক টাইমস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে ৮ দেশের রাষ্ট্রনায়কদের বেতন নিচে তুলে ধরা হলো:

শেখ হাসিনা : গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা করা হয়। ২০১৬ সালের মে মাসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। বেতন বাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বছরে মোট বেতন দাঁড়িয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

নরেন্দ্র মোদি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান।

আঙ্গেলা মার্কেল : জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বছরে বেতন হিসেবে পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার।

থেরেসা মে : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার।

জাস্টিন ট্রুডো : ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বছরে বেতন পান ২ লাখ ৬০ হাজার ডলার।

রেচেপ তাইয়েপ এর্দোয়ান : তুরস্কের প্রেসিডেন্টের বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার।

ফ্রাঁসোয়া ওলাঁদ : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার।

ভ্লাদিমির পুতিন : রাশিয়ার প্রেসিডেন্টের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়। বছরে তিনি পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার।