বিয়েতে কনেকে লক্ষ্য করে ডিম ছুড়ল বিক্ষোভকারীরা!

ব্রাজিলের তরুণ রাজনীতিবিদ মারিয়া ভিক্টোরিয়া বারোস (২৫) গত শুক্রবার বিয়ে করেন। জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি তিক্ততায় ভরে গেছে। কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমারের প্রতি তার পরিবারের সমর্থন। মারিয়ার বাবা তেমারের মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। মারিয়া নিজেও সংসদ সদস্য।

মারিয়া ভিক্টোরিয়া বারোসের অভিযোগ, বামপন্থী বিক্ষোভকারীরা তার বিয়ের অতিথিদের শারিরীক এবং মানসিকভাবে আক্রমণ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় একটি চার্চে বিয়ের আয়োজন করা হয়েছিল। চার্চ প্রাঙ্গনে জড়ো হয়েছিল শতাধিক বিক্ষোভকারী। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে চার্চ থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সামনে পড়েন মারিয়া। তাকেও ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। পরে মারিয়াকে দ্রুত গাড়ি করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্র : বিবিসি