বেগমগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৪ সেমাই কারাখানাকে জরিমানা

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনী বাজারে ভ্রামমান আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযানে বিএসটিআই’র অনুমোদনবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনকালে চারটি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৭ জুন) দুপুর দেড়টার দিকে চৌমুহনী দক্ষিণ বাজারের হাজীপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম। এসময় আবুল কালাম নামে একজন মালিককে আটক ভ্রামমান আদালতের মাধ্যমে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জরিমানাকৃত সেমাই কারাখানাগুলো হলো, চৌমুহনীর দক্ষিণ বাজারের হাজীপুর এলাকার আনন্দ সেমাই বিতান, এহান সেমাই বিতান, মাসুম সেমাই বিতান, তাহের সেমাই বিতান। প্রত্যেক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ ও বিএসটিআই’র প্রশাসনিক কর্মকর্তা ইকবাল করিম সহ পুলিশ সদসবৃন্দ।