বেগম রোকেয়া’র পর সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত ১০ জুলাই ‘বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ এর সেমিফাইনাল শেষ হওয়ার পর এবার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বামীর নামে সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) আন্তঃবিভাগ এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহধর্মীনি অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হলেও বিশ্ববিদ্যালয়ের ২১ বিভাগের মধ্যে ১০টি বিভাগ এতে অংশগ্রহণ করবে। বাকি বিভাগগুলো নিয়ে এর আগে গত ৩ জুলাই থেকে বেগম রোকেয়া প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৭ আয়োজন করা হয়েছিল।

বেলা তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে আমরা তাঁর প্রয়াত স্বামী সাখাওয়াত হোসেনের স্বরণে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করি এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের আরো বিকশিত করার সুযোগ পাবে।’

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।