বেরোবিতে এআইএস বিভাগে ‘রিসার্চ মেথডলজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ডইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগে ‘রিসার্চ মেথডলজি ’শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক উমর ফারুক, মোঃ আশানুজ্জামান ও মোঃ আশরাফুজ্জামান।

৪র্থ ব্যাচের শিক্ষার্থী এ জেড এম ওবায়দুল্লাহ মাসুসের সঞ্চালনায় প্রোগ্রামটি শেষ হয় দুপুর ২টায়। এরপর রিসোর্স পারসন অধ্যাপক ড. মোঃ মতিউর রহমানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজক ৪র্থ ব্যাচ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীরা মনে করেন, এ কর্মশালা তাদের ইন্টার্নশীপ ও ডিজার্টেশন প্রস্তুত করতে যথেষ্ট সাহায়ক হবে। এতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।