বেরোবিতে দুই দিনব্যাপী ‘টেলিভিশন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা শুরু

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী ‘টেলিভিশন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন বিভাগটির প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূখ্য আলোচক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং টেলিভিশন কন্টেন্ট লেখক জনাব গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত রুমানা ।

কর্মশালায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এর কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( বেরোবিসাস) সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, কর্তৃক আয়োজিত ৭ম কর্মশালা। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালা শুরু হবে।