বেরোবিতে মুখতার ইলাহী হলের নতুন পদ্ধতিতে ডাইনিং চালু

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন পদ্ধতিতে ডাইনিং চালু হয়েছে। আজ বেলা দুইটায় উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও ও শিক্ষার্থীরে খাবার গ্রহণের মধ্য দিয়ে এ পদ্ধতির শুভ উদ্বোধন করা হয়। এ সময় হলের প্রভোস্ট বডি, এবং হলটির সকল আবাসিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রংপুর লালবাগের সুপরিচিত লালবাগ রেস্তোঁরার সাথে ডাইনিংয়ের উন্নত খাবার পরিবেশন নিয়ে এর আগে প্রভোস্ট বডি একটি চুক্তি স্বাক্ষর করেন। আজ মঙ্গলবার থেকে এ খাবার রান্না ও পরিবেশন করেেছ রেস্তোাঁরাটি। খাবারের তালিকা ও মিলরেট অনুযায়ী, দুপুরে ভাত, ডাল, মাছ/মাংস/ডিম/সবজি থাকবে যার মিল রেট ২৫ টাকা; রাতে একই খাবার পরিবেশনে মিল রেট করা হয়েছে ২০ টাকা এবং সকালে খিচুরী ও ডাল/ভাত ও ভর্তা/রুটি ও সবজি অন্তর্ভুক্ত করা হয়েছে যার মিলরেট নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

হলটির প্রভোস্ট ড. শফিক আশরাফ জানান, যে কোনো শিক্ষার্থী তিন বেলা তৎক্ষণাৎ টাকা দিয়ে কিনে এ খাবার খেতে পারবে।