ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন…

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন…। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের জাহাঙ্গীর আলম সরদারের পুত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৌহিদুর রহমান (১৫)। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয় সামলানো তার পিতার অসাধ্য। ফলে আর্থিক সাহায্য ও সুস্থতা কামনা করে বেঁচে থাকার আকুল আবেদনে ভেঙে পড়েছে সে।

তৌহিদুরের পিতা জাহাঙ্গীর আলম কান্না জড়িত কন্ঠে জানান- ‘আমার মাত্র দুই শতাংশ বসতভিটা ছাড়া কিছুই নেই। দিনমজুরের কাজ করি।যেটা রোজগার করি সংসার চালিয়ে সন্তানের চিকিৎসা করাতে ব্যর্থ। ছাত্র ও ছেলে হিসেবে খুবই মেধাবী এবং ভদ্র সে। ইচ্ছা ছিল আমার সন্তানকে লেখাপড়া শেখাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অসহায় গরিব মানুষের ঘরে ঢুকে পড়ল দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার।’

এদিকে, ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তৌহিদুর রহমান মুঠোফোনে কান্নাঁজড়িত কন্ঠে বলেন- ‘আমার পিতা গরিব মানুষ, তাই আমি কি চিকিৎসার অভাবে মারা যাব? আমি বাঁচতে চাই।’

ক্যান্সার আক্রান্ত তৌহিদুর ও তার পিতা জাহাঙ্গীর আলম চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

অভিভাবকের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগের ঠিকানা :

ব্লাড ক্যান্সারে আক্রান্ত তৌহিদুর রহমান
পিতা- জাহাঙ্গীর আলম সরদার
গ্রাম ও পোস্ট- খোরদো, কলারোয়া, সাতক্ষীরা।

বিকাশ নং- ০১৯২৯-৮৭৫৫৯০.(পিতা মোঃ জাহাঙ্গীর আলমের নাম্বার)।