ব্লু হোয়েল গেমস বন্ধে নির্দেশনা চেয়ে রিট

আত্মহত্যায় প্ররোচনামূলক অনলাইন গেমস ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।

রোববার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিটটি করেন।

তবে কবে রিটটির শুনানি হতে পারে তা জানাতে পারেননি হুমায়ন কবির।

সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এর পর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যার চেষ্টাকালে আহত হওয়ার খবর পাওয়া যায়।